Popular Posts

Tuesday 18 February 2020

Romantic Bangla Love Sms - Valobashar bangla sms

Bangla Valobashar Sms

Bangla And English


ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,

ভালোবাসা তো যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয় ।




Do you know that I have a precious gem

with me which is priceless and no one else
in this world has it?
It is You my Dear. Be mine for Life! Love You



মানুষ মানুষের জন্য,

পাখি আকাশের জন্য,
সবুজ প্রকিতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য ।


If I have To Choose Between,

Loving you and Breathing..
I will Choose My Last Breath To Say
I Love you very much



রাতের আকশে তাকালে দেখি লক্ষ তারার মেলা,

এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা,
বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত,
আমার কাছে তুই যে বন্ধু ওই আকাশের চাঁদ ।


Love your parents

and treat them
with loving care...
For you will
only know
their value
when you see
their empty chair...


তোমার জন্য রইলো আমার সপ্নে ভেজা ঘুম

একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম
তোমার জন্য রইলো আমার দুস্টু চোখের ভাষা,
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা ।


L - Loving u 4 ever!

O - Owing everything 4 u!
V - Very nice person 4 u!
E - Everything sacrificed 4 u!

আবার যদি বৃষ্টি নামে

আমিই তোমার প্রথম হবো,
লেপটে যাওয়া শাড়ির মত
অঙ্গে তোমার জড়িয়ে যাবো ।


My heart 2 U is given:

ØH, do give urs 2 me;
We'll lock them up together,
& throw away D key.


যতো ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে,

দুষ্টু এই মন চায় আরো বেশী পেতে,
কি জানি তোমার মধ্যে কি আছে,
এই মন চায় তোমাকে আরো বেশী কাছে পেতে ।


No comments:

Post a Comment